সিবিএন :

২৪ মার্চ রবিবার টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৫৫টি ভোটকেন্দ্রে ৩৭২৯৯ ভোট পেয়ে মোটর সাইকেল প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী নৌকা প্রতীকে পেয়েছেন ২৪০৫১ ভোট। অপর বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাফর আহমদ আনারস প্রতীক নিয়ে ১৬৪৭৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। নির্বাচিত নুরুল আলমের সাথে নিকটতম প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলীর ব্যবধান ১৩২৪৮ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মাওঃ ফেরদৌস আহমদ জমিরী (তালা) ১৮ হাজার ৩৬৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ রফিক উদ্দিন (মাইক) পেয়েছেন ১৭ হাজার ১১৭ ভোট। এছাড়া দেলোয়ার হোসেন (উড়োজাহাজ) ২ হাজার ৩৬৩, নজরুল ইসলাম (টিয়াপাখি) ৩ হাজার ৪, ফরিদ আলম (বই) ১ হাজার ৭৮, জাবেদ ইকবাল চৌধুরী (পালকি) ১৩ হাজার ৫৫৬, হাফেজ নুরুল হক (চশমা) ৮ হাজার ১৬৩, সরওয়ার আলম (নলকুপ) ১৩ হাজার ১৩১ পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান  তাহেরা আক্তার মিলি (পদ্মফুল) ৩০ হাজার ৫৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সনজিদা বেগম (কলসী) পেয়েছেন ২৫ হাজার ৪৫০ ভোট। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিজবাহার ইউছুপ (ফুটবল) পেয়েছেন ১৯ হাজার ৫৩৫ ভোট।
রবিবার রাত ১১টার দিকে বেসরকারী ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার রবিউল হাসান। এ সময় প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা ছাড়াও ওসি প্রদিপ কুমার দাসসহ প্রশাসনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টেকনাফে একটি পৌরসভা ও ৬টি ইউনিয়মে মোট ভোটার সংখ্যা ১৪৫৮০৮ জন। ভোটকেন্দ্র সংখ্যা ৫৫টি।