সিবিএন : মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী উপজেলা মোঃ শরীফ বাদশা। মহেশখালী উপজেলার ৭৪ টি ভোটকেন্দ্রের প্রাপ্ত বেসরকারীভাবে ফলাফলে আনারস প্রতীক নিয়ে মোঃ শরীফ বাদশা পেয়েছেন ৩২ হাজার ৫ শত ৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ হোছাইন ইব্রাহিম পেয়েছেন ২৬৭৩৩ ভোট। ভোটের ব্যবধান ৫৮০৫ ভোট।
প্রসঙ্গত, মহেশখালী উপজেলায় ভোটার ২ লাখ ১১ হাজার ৬১৬ জন। তারমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৯ হাজার ৯৪৯ এবং মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ১ হাজার ৬৬৭ জন। মহেশখালী উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ প্রার্থী হলেন-আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হোছাইন ইব্রাহিম, স্বতন্ত্র প্রার্থী সাজেদুল করিম, মোঃ শরীফ বাদশা এবং ইসলামিক ফ্রন্ট এর এরফান উল্লাহ্।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে স্বতন্ত্র প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মৌলানা জহির উদ্দিন (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক নিয়ে ৩২ হাজার ৬ শত ২৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটত প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী শাহ নেওয়াজ কামাল (চশমা প্রতীক) নিয়ে পেয়েছেন ১৩ হাজার ২ শত ৫৬ ভোট।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে আওয়ামী লীগের সর্মথিত প্রার্থী মিনোয়ারা ছৈয়দ (পদ্মাফুল) প্রতীক নিয়ে ৩৭ হাজার ৪ শত ৪৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন, আওয়ামীলীগ সমর্থিত আর এক প্রার্থী মনোয়ারা বেগম (কলস) প্রতীক। নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৫ শত ২ ভোট।