মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফজলুল করিম চৌধুরী উচ্চ পর্যায়ে, কক্সবাজার মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক কে.এম রমজান আলী মাধ্যমিক পর্যায়ে, পেকুয়া উপজেলার শহীদ জিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনষ্টিটিউটের অধ্যক্ষ আযাদ মোহাম্মদ ফরিদুল আলম চৌধুরী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ও কক্সবাজার ইসলামিয়া বালিকা মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা জাফর উল্লাহ নূরী মাদ্রাসা পর্যায়ে ২০১৯ সালের কক্সবাজার জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। একইভাবে কক্সবাজার জেলার বাংলাদেশ স্কাউটের শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন-চকরিয়া কোরক বিদ্যাপীঠের সিনিয়র সহকারি শিক্ষক আনসার উল্লাহ্। বিষয়টি কক্সবাজার জেলা শিক্ষা অফিস এবং কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা নিশ্চিত করেছে। এছাড়া উচ্চ পর্যায়ে কক্সবাজার সরকারি কলেজ ও মাধ্যমিক পর্যায়ে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মনোনীত হয়েছে। রোববার ২৪ মার্চ শিক্ষা সাপ্তাহ উপলক্ষে কক্সবাজার জেলা শিক্ষা কমিটি কর্তৃক সার্বিক বিষয়াদি বিবেচনায় জেলার উল্লেখিত শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়।