ইমাম খাইর, সিবিএন:
রামু উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রভিত্তিক বেসরকারী ফলাফল আসতে শুরু করেছে। নির্বাচনী এলাকা থেকে তথ্য নিয়ে জানাচ্ছেন শাহীন মাহমুদ রাসেল। তবে, এই ফলাফল রিটার্নিং অফিসের নয়।

আওয়ামী লীগের নৌকা প্রতীকে রিয়াজ উল আলম ও আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সোহেল সরওয়ার কাজল নির্বাচন করেন।

স্থানীয় সুত্রে প্রাপ্ত ফলাফল:

ফতেখারকুল ইউনিয়ন:
নৌকা-৪৭৯৭
আনারস-৪৪৮৭
গর্জনিয়া ইউনিয়ন:
নৌকা ৩৯২৮
আনারস ২০২০
কাউয়ারখোপ ইউনিয়ন:
নৌকা ১৯৩৩
আনারস ৪০৪৭
কচ্ছপিয়া ইউনিয়ন:
নৌকা-২০৯০
আনারস-৩৫০৪
জোয়ারিয়ানালা ইউনিয়ন:
নৌকা-৩৩১৪
আনারস-২৮১৮
চাকমারকুল ইউনিয়ন:
নৌকা-১৫৮৯
আনারস-১৭৩৪
ঈদগড় ইউনিয়ন:
নৌকা-২৭৪৫
আনারস-২১২৬
খুনিয়াপালং ইউনিয়ন:
নৌকা-৪০১৬
আনারস-২৯০০
রশিদ নগর ইউনিয়ন:
নৌকা-১৮৭৫
আনারস-২০২৬
দ. মিঠাছড়ি ইউনিয়ন:
নৌকা-১৬২৬
আনারস-২২৮০
রাজারকুল ইউনিয়ন:
নৌকা-১৭৬৭
আনারস-৩৩৩৮

১১ ইউনিয়নে নৌকা পেয়েছে ২৯ হাজার ৬৮০ ভোট।
আনারস পেয়েছে ৩১ হাজার ৩২৭ ভোট।
নৌকার চেয়ে আনারস বেশি পেয়েছে ১৬৪৭ ভোট।

রামু উপজেলার মোট ৬১টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।
উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১লাখ ৫৮ হাজার ১৮ জন। সেখানে ৮১ হাজার ৪১০ জন পুরুষ এবং ৭৬ হাজার ৬০৮ নারী ভোটার।
নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে উপজেলা যুবলীগের সভাপতি, বর্তমান চেয়ারম্যান রিয়াজ উল আলম ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান আলী হোসেন (টিউবওয়েল), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রামু উপজেলা কৃষক লীগের সভাপতি সালাহ উদ্দিন (তালা), ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হেলাল উদ্দিন (উড়োজাহাজ) এবং আওয়ামীলীগ নেতা আবদুল্লাহ সিকদার (চশমা)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন- কক্সবাজার জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি (প্রজাপতি), রামু উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা ইসলাম নেভি (ফুটবল) এবং উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আফসানা জেসমিন পপি (কলসি)।