cbn  

প্রেস বিজ্ঞপ্তি

দারুল উলুম করাচির প্রধান মুফতি, পাকিস্তানের সাবেক বিচারপতি ও বিশ্বের অন্যতম ইসলামি স্কলার আল্লামা মুফতি তকী উসমানীর ওপর নির্মম সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ কওমী মাদ্রাসা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস কক্সবাজার আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক, রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ। এক বিবৃতিতে তিনি বলেন, নিউজিল্যান্ডে একসাথে ৫১ জন মুসলমানের শাহাদত বরণের ক্ষত না শুকাতেই বিশ্ববিখ্যাত তাফসীর প্রণেতা, ইসলামিক স্কলার, অর্থনীতিবিদ আল্লামা মুফতি তকী উসমানীর ওপর নির্মম সন্ত্রাসী হামলা বিশ্বের বিবেকবান সকলকেই ভাবিয়ে তুলেছে। একজন সাবেক বিচারপতি ও সর্বজন শ্রদ্ধেয় বিশ্ববরেণ্য আলিমের ওপর প্রকাশ্যে এ হামলা মুসলিম উম্মাহর জন্য অশনি সংকেত। এটি ইহুদী- নাসারা, কাদিয়ানী, আহলে হাদীস, শিয়া সম্প্রদায়সহ আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষী চক্রের অব্যাহত ষড়যন্ত্রের অংশ। অবিলম্বে এ মর্মান্তিক ঘটনায় জড়িত সন্ত্রাসী চক্রকে খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সাথে আমরা আল্লামা তকী উসমানীসহ বিশ্ববরেণ্য ইসলামী ব্যক্তিত্বদের নিরাপত্তায় জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহন করার জোর দাবী জানাই। আমরা এ মর্মান্তিক ঘটনায় যারা শাহাদাৎবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দু’আ করি।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •