প্রেস বিজ্ঞপ্তি :  ২৩ মার্চ শনিবার বিশ্ব আবহাওয়া দিবস-২০১৯খ্রিঃ উপলক্ষে আবহাওয়া কার্যালয় ও রাডার ষ্টেশন কক্সবাজার এর ভারপ্রাপ্ত  কর্মকর্তা  মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনাসভা অত্র কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আবহাওয়া দিবসের প্রতিপাদ্য “ The Sun, The Earth And The Weather ” বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়। উক্ত আলোচনা অংশগ্রহণ করেন অত্র কার্যালয়ের ও রাডার ষ্টেশন কক্সবাজারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান, মোঃ আলমগীর ,দুলাল চন্দ্র দাশ, মুজিবুল হক, সৈয়দ আরিফুর রহমান, শাহাদাত হোসেন,জাহাঙ্গির আলম, রফিকুল ইসলাম, কমল কান্তি পাল, সালমা খাতুন , রীনা পাল প্রমুখ।
উক্ত সভায় রাডার ষ্টেশন কক্সবাজারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন,এবারের আবহাওয়া দিবসের প্রতিপাদ্য বিষয় “The Sun, The Earth And The Weather” বা ‍সুর্য পৃথিবী এবং আবহাওয়া যার লক্ষ্য পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুর উপর সর্যের প্রভাব অনুধাবনকরা এবং ভবিষ্যতে বৈরী পরিবেশ মোকাবেলায় প্রস্তুত থাকা।ভোগলিক কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হওয়া সত্ত্বেও বিভিন্ন আর্থ সামাজিকউন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবহাওয়া পর্বাভাসের রয়েছে অত্যন্ত গুরুত্বপর্ণ ভূমিকা।বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু পরিসেবাকে ব্যাপক মাত্রায় অভিবাসন, শিল্পায়ন, নগরায়ন,উপকলীয় উন্নয়ন এবং জাতীয় উন্নয়ন পরিল্পনায় আরো সম্পৃক্ত তায় আনতে হবে।বর্তমান সরকারের সহযোগীতায় সারা দেশে ২০০টি উপজেলায় সয়ংক্রিয় আবহওয়া পর্যবেক্ষণাগারস্থাপন, ৬৫টি সয়ংক্রিয় বৃষ্টিমাপক যন্ত্র ও ৩৫টি স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা(অডঝ)স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সরকারের বিভিন্ন প্রকল্পগুলো উদ্দেশ্য হলো বাংলাদেশআবহাওয়া অধিদপ্তরের দক্ষতা বৃদ্ধি করে আবহাওয়া সংক্রান্ত সেবার মান উন্নত করা এর ফলেআগামীতে আমাদের ভবিষ্যৎ পরিবেশ বান্ধব, সুষ্ট, সুন্দর ও নিরাপদ হবে বলে আমি আশা করি।