সিবিএন রিপোর্ট :

উপজেলা নির্বাচনের দিন টেকনাফের কোথাও বিশৃঙ্খলা করলেই পুলিশকে সাথে সাথেই আ্যাকশনে যাওয়ার নির্দেশ দিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেন। নির্বাচনের দিন বা নির্বাচন পরবর্তী কোন ধরনের ঘটনা ঘটলেই কাউকেই ছাড় দেয়া হবেনা বলে সিবিএনকে জানান কক্সবাজারের পুলিশ সুপার । টেকনাফে উপজেলা নির্বাচনের আগের দিন কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার প্রসঙ্গে পুলিশের পক্ষে এই হুশিয়ারি দেয়া হয়।

কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ।হোসেন জানান, কক্সবাজার জেলার প্রতিটি উপজেলায় শান্তিপূর্ন নির্বাচনের জন্য পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। কোথাও কোন ধরনের অনিম ও ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করা হলে পুলিশকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

টেকনাফের ভোটের আগের দিন কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার প্রসঙ্গে ককক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেন বলেন, টেকনাফে শনিবার রাত থেকে বাড়তি পুলিশ পাঠানো হয়েছে। কক্সবাজার সহকারী পুলিশ সুপার (হেডকোয়াটার) সাইফুর ইসলামকে শনিবার রাতেই স্পেশাল ফোর্স নিয়ে টেকনাফে পাঠানো হয়েছে। কেউ কোনধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ সাথে সাথে আ্যাকশনে যাবে।