সোয়েব সাঈদ, রামু :

রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল দরগাহ পাড়ায় সমাজকল্যাণ মূলক সংগঠনক জাগো ইসলামী তরুণ কাফেলার উদ্যোগে দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ মার্চ) দরগাহপাড়া তাফসীর ময়দানে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন, ঢাকা কোরআন রিসার্স ফাউন্ডেশনের গবেষক মাওলানা গোলাম আযম।

আরো তাফসীর পেশ করেন, বাংলাবাজার ছুরতিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র ভাইস প্রিন্সিপাল খাইরুল বশর সিরাজী, পশ্চিম মনিরঝিল দরগাহপাড়া জামে মসজিদের খতিব মাওলানা জাকের হোসেন। এতে ক্বেরাত পরিবেশন করেন, বিশিষ্ট ক্বারী মো. ক্বারী হুমায়ুন রশিদ। এতে পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন, সমাজসেবক মোস্তাক আহমদ সওদাগর ও বদিউল আলম।

মাহফিলে ঢাকা কোরআন রিসার্স ফাউন্ডেশনের গবেষক মাওলানা গোলাম আযম বলেন, সুন্দর ও শান্তিময় বিশ^ প্রতিষ্ঠার জন্য পবিত্র কোরআনের চর্চা ও মহানবি হযরত মুহম্মদ (স.) এর আদর্শ অনুসরণের কোন বিকল্প নেই। কোরআন ও হাদীসের চর্চা ও অনুকরণ ব্যতীত কোন পীর, বুজুর্গ, কোন আলেম কাউকে জান্নাতে নিতে পারবে না।

মাহফিল পরিচালনা করেন, জাগো ইসলামী তরুণ কাফেলার মোর্শেদ আলম।

সাবির্ক সহযোগিতায় ছিলেন, জাগো ইসলামী তরুণ কাফেলার সভাপতি রাশেদ কামাল, সাধারণ সম্পাদক মনজুর আলম, উপদেষ্টা ও সদস্যবৃন্দ যথাক্রমে একরাম মিয়া, মো. জুয়েল, আবদু শুক্কুর (১), আবছার কামাল, দিদারুল আলম, আবদুল মান্নান, আবুল হাশেম, আবদু শুক্কুর (২), জাবেদ পারভেজ, মনজুর আলী, নুরুল আলম, আবদু শুক্কুর (৩), জিয়াউল গনি, মনজুর মিয়া, রমজান আলী, হাছান আলী, ছৈয়দ আলম, রেজাউল করিম, মো. শাহাজাহান, তারেক আজিজ, আল ফুয়াদ বিন আবছার, আবদু ছালাম, আবদুল খালেক, দিদার প্রমূখ।