প্রতিবাদ

প্রকাশ: ২৩ মার্চ, ২০১৯ ০৪:৪০ , আপডেট: ২৩ মার্চ, ২০১৯ ০৬:১২

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


 

“শহরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সংবাদকর্মীর উপর হামলা” শিরোনামে ২২/০৩/২০১৯ইং তারিখ শুক্রবার বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো। প্রকাশিত সংবাদে আমাদের পরিচালিত প্রতিষ্ঠান “পি.এম.কে ষ্টোরের” ভাবমুর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। মূল বিষয় হচ্ছে তুষার তুহিন এবং আমরা একই মার্কেটে ব্যবসা করি। আমাদের ব্যবসার ইতিহাস প্রায় ৩০ বছরে কম নয়। আর তুষার তুহিনের ব্যবসা প্রতিষ্ঠানের বয়স মাত্র ২০ দিনের মত। তুষার তুহিনের দোকানে পাশেরগলিতে আমাদের একটি মটর সাইকেল রাখার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের মাঝে ভুল বুঝা-বুঝির সৃষ্টি হয়েছে। যা পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে থানা পুলিশ পর্যন্ত গড়ায়। থানা পুলিশের সহযোগিতা এবং মার্কেট ব্যবসায়ী সমিতির নেতাদের আন্তরিকতার কারণে আমাদের মাঝে সংগঠিত ভুল-বুঝাবুঝির অনেকটা অবসান হয়ে গেছে এবং আগামী ২৫/০৩/২০১৯ইং তারিখ সোমবার রাত ৯.০০ টায় মার্কেট সাধারণ সম্পাদক প্রফেসর উত্তম এর নেতৃত্বে চূড়ান্ত সমঝোতা বৈঠক এর ও সিদ্ধান্ত হয়েছে। সে ক্ষেত্রে বিগত কয়েকদিনে বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন মিডিয়ায় প্রকাশিত সংবাদগুলো অনেকটা ক্ষোভের বশবর্তী ও ভুল-বুঝাবুঝি থেকে প্রকাশিত হয়েছে। আমাদের অনেক আত্মীয়-স্বজন বিশে^র বিভিন্ন দেশে রয়েছে। মিডিয়ায় প্রকাশিত সংবাদ ও ইভটিজিং সংক্রান্ত বিষয়ে আমরা চরম বিব্রত। কারণ এমন ঘটনা সেখানে আদোও ঘটেনি। তাই প্রকাশিত সংবাদ সমূহে কাউকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানাচ্ছি। ইভটিজিং এর মত কোন ঘটনা না ঘটায় সংবাদটি প্রত্যাহার করে নিতে সাংবাদিক ভাইদের বিনীত অনুরোধ করছি এবং প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদে

মোঃ ইমরান

পি.এম.কে ষ্টোর

নিউ মার্কেট,

কক্সবাজার।