নাছির উদ্দীন পিন্টু ,সদর :

আনারস প্রতীকের প্রচারণায় মুখরিত গ্রামগঞ্জ। যেখানে যায় সেখানে শুধু আনারস মার্কার জয়ধ্বনি। সালাম, কুশল বিনিময়ে ভোটারদের জাগিয়ে তুলেছে চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম আকবর।

শুধু আশার বাণীতে সীমাবদ্ধ নয়, আনারস মার্কাকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করছে ভোটাররা।সাধারণ পরিবার থেকে বেড়ে ওঠা সেলিম আকবরের

অসাধারণ নির্বাচনী কৌশল আকৃষ্ট করছে ভোটারদের। যেখানে যাচ্ছেন প্রচুর সাড়া মিলছে। তার সাথে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধসহ সব শ্রেণী-পেশার মানুষ।

সকাল থেকে কক্সবাজার শহর, ঈদগাঁও বাসষ্টেশনসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম আকবর। এলাকার স্বতঃস্ফূর্ত জনতাকে সঙ্গে নিয়ে চলমান গণসংযোগ দৃষ্টি কাড়ে সাধারণ মানুষের।বৃহস্পতিবারের গণসংযোগ ও পথসভায় জনতার উদ্দেশ্যে সেলিম আকবর বলেছেন, আমি উচ্চ পরিবারের কেউ নই,

সাধারণ মানুষের ছেলে। গরীব অসহায় মানুষের মাঝেই আমার বেড়ে ওঠা। সাধারণ মানুষের চাহিদা কি? তা আমার কাছে স্পষ্ট। নিজের জন্য নয়, মানুষের জন্য নির্বাচন করছি। নির্বাচিত হয়ে মানুষের জন্য কাজ করবো।

নেতা নয়, সেবক হিসেবে বেঁচে থাকতে চাই আজীবন। আপনাদের মূল্যবান একটি ভোট আমাকে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ এনে দিবে। সেলিম আকবর বলেন, আমি কোন রাজনৈতিক দলের নই,

আমি সব মানুষের প্রার্থী। আমার কাছে কোন দল মত পার্থক্য নেই। সবার হয়ে আমি কাজ করবো। বিগত চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আপনারা আমাকে প্রচুর ভোট দিয়ে মূল্যায়ন করেছিলেন। তবে নির্বাচিত হতে পারিনি। আপনাদের ভোটের মূল্যায়ন করার সুযোগ হয়নি। তবু জনগণকে ছেড়ে যায়নি।

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও উন্নয়নের স্বার্থে ৩১ মার্চ আনারস প্রতীকে আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। এসময় স্বতঃস্ফূর্ত জনতা হাত তুলে সেলিম আকবরকে সমর্থন জানায়।

গ্রামীণ জনপদে চষে বেড়াচ্ছেন। তার প্রচারণাকে ঘিরে ভোটার সমাজ উৎফুল্ল হয়ে উঠেছে। দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের প্রচার প্রচারণা বৃদ্ধি পাচ্ছে।

চেয়ারম্যান পদে হেভিওয়েট প্রার্থী অসহায় মানুষের পরম বন্ধু সে‌লিম আকবর আনারসে গণসংযোগ, যেন জনসভায় রুপ নেয়। পাড়া মহল্লায় ভোটযুদ্ধে এগিয়ে রয়েছে সেলিম আকবর। সদ‌রের বিভিন্ন ইউনিয়নে আনার‌সের একটি ভোট ব্যাংক রয়েছে ব‌লে মনে করেন সচেতন ভোটার

গ্রামাঞ্চলের ভোটারদের মতে, সঠিক ভাবে ভোট দিতে পারলে আনারসকে দমিয়ে রাখতে পারবেনা। সদরের বৃহত্তর ঈদগাঁওর ইসলামপুর, পোকখালী ইসলামাবাদ, জালালাবাদ, চৌফলদন্ডী, ভারুয়াখালীসহ ঈদগাঁও ইউনিয়নেন প্রতিটি পাড়া মহল্লায়

সেলিম আকবরের নাম লোকমুখে শোভা পাচ্ছে। তিনি একবুক স্বপ্ন নিয়ে ভোটারদের দোয়া এবং ভালবাসা নিয়ে বিরামহীন প্রচারণার এগিয়ে যাচ্ছে।

৩১ মার্চ আনারসের বিজয় নিশ্চিত করার লক্ষে দিরারাত্রী ভোট প্রার্থনায় সময় দিয়ে যাচ্ছে গ্রামীণ জনপদে। প্রার্থীসহ আত্মীয় স্বজন, কর্মী এবং সমর্থকরা ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে হরদম।

কক্সবাজার সদর উপজেলার আওতাধীন কক্সবাজার পৌরসভা ও ১০টি ইউনিয়ন যথাক্রমে ইসলামপুর, ইসলামাবাদ, ঈদগাঁও, জালালাবাদ, পোকখালী, ভারুয়াখালী, চৌফলদন্ডি, খুরুশকুল, পিএমখালী, ঝিলংজায় ভোটার রয়েছে ২ লাখ ৫৬ হাজার ৬৪৪ জন। তারমধ্যে-পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৪৪২ এবং মহিলা ভোটার-১ লাখ ২১ হাজার ২০২ জন। মোট ১০৮টি ভোটকেন্দ্রে ভোট ৬৪৮টি বুথ রয়েছে

(বিজ্ঞাপন)