অনলাইন ডেস্ক : আগামী নির্বাচনে বিজেপিকে পরাজিত করা আহ্বান জানিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মারকানডে কাটজু। তিনি বলেছেন, ‘অনেক মানুষ আমাকে জিজ্ঞাসা করেন আগামী ইলেকশনে কী করা উচিত? আমার উত্তর হলো-প্রথমেই রাবনকে বধ করুন। গত ৫ বছরে ভারতকে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে।’

বুধবার মধ্যরাতে তিনি এ টুইট করেন। এ টুইট করার পর অনেকেই এটাকে নিয়ে ধর্মীয় বিতর্ক তৈরি করেন। তারা সংবিধানের দোহাই দিয়ে রিটুইটে বলেন, একজন ভারতের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি রাবন নিয়ে এভাবে প্রকাশ্যে কোনো কথা বলতে পারেন না।

অটল বিহারী দুবে নামের ভারতীয় এক আইনজীবী রিটুইট করে বলেন, বাক স্বাধীনতার নামে একজন ভারতীয় সুপ্রিমকোর্টের বিচারপতি এভাবে প্রকাশ্যে রাবনরাজ নিয়ে কথা বলতে পারেন না।

পরে বৃহস্পতিবার রাতে তিনি রিটুইটে তার বিষয়টা আরও স্পষ্ট করে বিচারপতি বলেন, আমি এটা বুঝাতে চেয়েছি যে, আগামী নির্বাচনে বিজেপির পরাজয় অবশ্যাম্ভাবী। কিন্তু বোকারা শুধু আক্ষরিক অর্থই বুঝেছে রূপক অর্থ তারা বুঝেনি।

যুগান্তর