সিবিএন রিপোর্ট :

দুর্নীতির মামলায় সাজা থাকায় কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছারের প্রার্থীতা অবৈধ ঘোষনা করেছে হাইকোর্ট। জসিম উদ্দিন (হাজী জসিম) নামের এক ব্যক্তির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে.এম হাফিজুল আলমের বেঞ্চ এই রায় দেন।

মামলার বাদী জসিম উদ্দিন কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়াছড়া এলাকার শামসুল আলমের ছেলে।

১৪ মার্চ রিট মামলা নম্বর-৩৩৭৪/১৯ দায়ের করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী নিয়াজ মোর্শেদ জানান, উপজেলা পরিষদ আইন -১৯৯৮ এর সেকশন ৮(২) (ঘ) এবং উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা -২০১৩ এর ধারা -১৭ এর (ঙ) লংঘন করে প্রার্থী হয়েছেন নুরুল আবছার। এ বিষয়ে আদালতে রিট করেন জসিম উদ্দিন। শুনানি শেষে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আবছারের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন আদালতের বিচারক ।