এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া:
চকরিয়ায় দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে। বুধবার (২০ মার্চ) সকালে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ জাফর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। চকরিয়া উপজেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া সরকারি (বালক) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখেরসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

পরে উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান বিষয়ের উপর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বসানো স্টল ঘুরে দেখেন সাংসদ আলহাজ জাফর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানসহ অন্যান্য অতিথিরা।