প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওতে দ্বিতীয়বারের মতো বর্ণাঢ্য আয়োজনে বুধবার (২০মার্চ) সকাল সাড়ে ৯টায় দুই দিনব্যাপি হিফজুল কুরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। ঈদগাঁও ইসলামাবাদ পাঁহাশিয়াখালী হাফেজখানা প্রাঙ্গণে ইসলামী কক্স সোসাইটি এ প্রতিযোগিতার আয়োজন করে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ আরমানুল হক ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ২ দিনব্যাপি হিফজুল কুরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদ্বোধক ছিলেন মাওলানা মুফতি মো. মাঈনুদ্দিন। তিনি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শুরতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ডাঃ মো. সেলিম উল্লাহ। এতে অতিথি ছিলেন মাস্টার শামসুল ইসলাম, মমতাজ আহমদসহ পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের উপদেষ্টা, কর্মকর্তা ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। এদিকে আজ বৃহস্পতিবার ২১মার্চ কর্মসূচির দ্বিতীয় দিন ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা সকাল ৯টায় শুরু হবে। এ প্রতিযোগিতায় রয়েছে হামদ, নাত ও ইসলামী সংগীত। পরে একইদিন বিকালে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ চতুর্থ থেকে দশম বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে। উল্লেখ্য, দুইদিনের হিফজুল কুআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় কক্সবাজার জেলার হেফজখানা মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ২০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।