আবুল কালাট চট্রগ্রাম :

চট্রগ্রামের আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় এ্যারোমা সিঙ্গার ইলেকট্রনিক পণ্যের শো রুমের গুদাম ঘরে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে আগুন লেগে টিভি, ফ্যান, এসি, সোলার প্যানেল,বিভিন্ন আসবাবপত্রসহ বেশকিছু মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বুধবার (২০ মার্চ) ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ড স ঘটে বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

ফাইয়ার সার্ভিসের উপ পরিচালক মো,জসিম উদ্দিন এ বিষয়ে নিশ্চিত করে বলেন সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ এবং বেলা ১১টায় আগুন নির্বাপণ করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মিরা।

তিনি আরও জানান, ভোরে আমরা আগুন লাগার খবর পেলে সাথে সাথে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ১২টি গাড়ি। সেগুলো আগ্রাবাদ, বন্দর বায়েজিদ ও কুমিরা ফায়ার স্টেশন থেকে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানতে পারিনি। এ নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পরে আমরা জানাতে পারবো।

এদিকে আকবরশাহ থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, আমরা ক্ষয়ক্ষতির ব্যাপারে পুরোপুরি জানতে পারিনি, ঘটনাস্থলে আমরা আছি। মালিকের সাথে কথা বলে এবং তদন্ত করে জানাতে পারবো। তবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।