মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের মেধাবী কন্যা, ‘দর্পন’ এর প্রতিষ্ঠাতা প্রধান, গণমাধ্যম ব্যাক্তিত্ব, বিশিষ্ট মনোবিজ্ঞানী জাকিয়া আনাম মানসিক স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ওমেন এন্টারপ্রিনিয়াস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এসোসিয়েশন (ডাব্লিউইএনডি) সম্মাননা পেয়েছেন। নারীদের নিয়ে যাঁরা কাজ করতে গিয়ে বিভিন্নভাবে দেশে বিদেশে অবদান ও ত্যাগ করেন সেসব নারী উদ্যোক্তাদের-বিখ্যাত প্রতিষ্ঠান ডাব্লিউইএনডি প্রতিবছর তাদের সম্মাননা দিয়ে মূল্যায়ন, স্বীকৃতি ও উৎসাহিত করে থাকেন। গত ১৫ মার্চ শুক্রবার ঢাকার হোটেল মেরিডিয়ানে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী প্রধান অতিথি হিসাবে উপস্থিতি থেকে আনুষ্ঠানিকভাবে মূল্যবান এই সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। অনুষ্ঠানে জাকিয়া আনাম সহ মোট ৮ জন বিশিষ্ট নারী উদ্যোক্তাকে এই সম্মাননা প্রদান করা হয়। বিষয়টি ঢাকা থেকে সাজেদুল আলম মুরাদ সিবিএন-কে নিশ্চিত করেছেন। ডাব্লিউইএনডি’র সম্মাননা পাওয়া জাকিয়া আনাম পাকিস্তান সরকারের সাবেক কেন্দ্রিয় শ্রম মন্ত্রী, ভাষা সৈনিক ও ডাকসু’র সাবেক ভিপি, সাবেক এমএনএ মৌলভী ফরিদ আহমেদ ও রিজিয়া আহমেদের একমাত্র কন্যা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি মাহবুব আনাম’র সহধর্মিনী। দেশের বিভিন্ন সামাজিক ও কল্যাণকর প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত, মানসিক স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন কাজ চালিয়ে যাওয়া জাকিয়া আনাম কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এডভোকেট খালেকুজ্জামান ও ইন্ঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানের ছোট বোন। তিনি কক্সবাজারের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মরহুম স.আ.ম শামশুল হুদা চৌধুরী ও মরহুম গোলাম মওলা চৌধুরীর ভাগনী। ব্যক্তিগত জীবনে জাকিয়া আনাম ২ পুত্র ও ১ কন্যা সন্তানের গর্বিত জননী। সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিশিষ্টজজনেরা উপস্থিত ছিলেন।