প্রেস বিজ্ঞপ্তি :

আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, এই দিনে জন্ম নিয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিই ১৯৭১ সালের ৭ মার্চ বাঙ্গালী জাতিকে শুনিয়ে ছিলেন স্বাধীনতার অমর বাণী এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। বাঙ্গালী জাতিকে যে স্বাধীনতা এনে দিতে পারেনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলনা আবদুল হামিদ খান ভাসানৗ ও শেরে বাংলা এ কে ফজলুল হন সেই স্বাধীনতা এনে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জন্ম নিয়েছিলেন বলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তিনি গতকাল মহেশখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৬ মার্চ সকাল ১০টায় জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন শেষে এক আলোচনা সভায় এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবাস চন্দ্র ধর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম, সহসভাপতি ফোরকান আহমদ, সহসভাপতি নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আবু তালেব, উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তফা আনোয়ার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম মেম্বার, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এহচানুল করিম, উপদপ্তর সম্পাদক এম আবদুল মান্নান, বড়মহেশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, ছোট মহেশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ। এর পরে দিনের কর্মসূচী অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৬টায় মহেশখালী পৌর আওয়ামী লীগের উদ্যোগে গোরকঘাটা চৌরাস্তা মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন পৌর আওয়ামী লীগের আহবায়ক পৌর মেয়র মকছুদ মিয়া। বিকাল ৪টায় তিনি মহেশখালী উপজেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানের সুচনা করেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ ও সাধারণ সম্পাদক পারভেজ আহমদ বাবুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।