সংবাদদাতাঃ

প্রতিবন্ধীরা বোঝা নয়, তারা সম্পদ। বিভিন্ন প্রতিবন্ধীদের বেহালা না করে সমাজের মূলস্রোতে নিয়ে আসতে পারলে তারা সম্পদে পরিণত হবে। সমাজ ও দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে না। যে যার অবস্থান থেকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো উচিত।
শনিবার (১৬ মার্চ) রামু উপজেলার প্রতিবন্ধী সদস্যদের নিয়ে মানবাধিকার ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ে ডিপিও সদস্যদের প্রশিক্ষণে বক্তারা এমন মন্তব্য করেন।
কক্সবাজার পাওয়ার হাউসে অনুষ্ঠিত কর্মশালায়  প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন ইপসার কর্মকর্তা নেওয়াজ মাহমুদ, আহসান উল্লাহ সরকার ও রেজাউল হক রিয়াদ।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিবন্ধীরা অংশগ্রহণ করে। আত্মনির্ভরশীলতার উপর প্রশিক্ষণ পেয়ে তারা আয়োজক সংস্থা-ইপসার উপর সন্তোষ প্রকাশ করে।