মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

পেকুয়া উপজেলা পারিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রাথমিকভাবে মনোনয়নপত্র বাতিল হওয়া নাসির উদ্দিন বাদশা হাইকোর্টের আদেশে মাইক প্রতীক বরাদ্দ পেয়েছেন। পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমদ শনিবার ১৬ মার্চ সকালে নাসির উদ্দিন বাদশাকে মাইক প্রতীক বরাদ্দ দেন। বিষয়টি রিটার্নিং অফিসারের কার্যালয়ের প্রধান সহকারী মোহাম্মদ মোজাফফর সিবিএন-কে নিশ্চিত করেছেন। প্রসংগত-মনোনয়নপত্র বাছাইকালে পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিন বাদশা’র মনোনয়নপত্রটিতে ত্রুটি থাকায় রিটার্নিং অফিসার মনোনয়নপত্রটি বাতিল করেছিল। পরে নাসির উদ্দিন বাদশা তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে আপীল করলে সেখানেও নাসির উদ্দিন বাদশা’র মনোনয়নপত্রটির বাতিল আদেশ বহাল রাখা হয়। পরে এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের দ্বৈত বেন্ঞ্চে এবিষয়ে আপীল করলে হাইকোর্ট দীর্ঘ শুনানী শেষে গত ১৪ মার্চ নাসির উদ্দিন বাদশার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন এবং তাকে দ্রুত প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়ার জন্য নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট সকলকে আদেশ দেন।