cbn  
বার্তা পরিবেশক:
কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী কায়সারুল হক জুয়েল বৃহত্তর ঈদগাহ এর বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ এবং নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করেছে। তিনি গতকাল বাদ জুমা চৌফলদন্ডী ইউনিয়নের পুকুরিয়া ঘোনা জামে মমসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বদিউল আলম,চৌফলদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল,সদর আওয়ামী লীগের  যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম আমির,সদর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড.একরামুল হুদা,শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রহমান,আওয়ামী লীগ নেতা এড.আবুল কালাম আযাদ,চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এহছানুল হক,জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন,সমাজ কল্যাণ সম্পাদক কুতুব রানা, যুবনেতা আরিফ উল্লাহ আরিফ প্রমুখ।
এরপর বিকাল ৪ টায় ঈদগাহ মাইজপাড়া এলাকায় একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় বক্তব্য রাখেন,জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমু,সদর যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরি রিকুসহ স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
এদিকে,ঈদগাহ বাজারে সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মাষ্টার নুরুল আজিম, ঈদগাহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরি, পোকখালী আওয়ামী লীগ সভাপতি মোজাহের আহমদ,সাধারণ সম্পাদক রফিক আহমদ চেয়ারম্যান, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহজাহানের নেতৃত্বে গণসংযোগ করা হয়।
  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •