প্রেস বিজ্ঞপ্তি :

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম দিন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, কক্সবাজার জেলা শাখার এক বিশেষ বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র এর সঞ্চালনায় গতকাল বিকাল ৫ ঘটিকায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দরা বলেন, নৌকা উন্নয়ন ও গণতন্ত্রের প্রতিক। এলাকার সুষম উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য ব্যক্তিদের নৌকায় প্রার্থী করেছেন। নেতৃবৃন্দরা আরো বলেন, কক্সবাজারের ৮টি উপজেলায় ব্যাপক উন্নয়ন হচ্ছে। সরকারের উন্নয়নের এই ধারাবাহিকতা আরো গতিশীল করতে উপজেলা পরিষদে আওয়ামী লীগ প্রার্থীদের জিতিয়ে আনতে হবে। নেতৃবৃন্দ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং দলীয় প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার আহবান জানান।

সভায় আগামি ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচির মধ্যে ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮ ঘটিকায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্য দান, জেলা আওয়ামী লীগ কার্যালয়, সকাল ৮.৩০ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মাল্য দান, সকাল ৯ ঘটিকায় আনন্দ শোভাযাত্রা, বিকাল ৫ ঘটিকায় কক্সবাজার পৌর আওয়ামী লীগের অনুষ্ঠানের যোগদান, সন্ধ্যা ৭ ঘটিকায় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত, জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় অংশগ্রহণ, স্থান- কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করা হয় এবং মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফায়জুল করিমের কন্যা এডভোকেট ফাহিমা অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় বক্তব্য রাখেন- সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, কর্ণেল (অবঃ) ফোরকান আহমেদ, এডভোকেট আমজাদ হোসেন, এডভোকেট বদিউল আলম, জাফর আলম চৌধুরী, এডভোকেট রণজিত দাশ, মাহবুবুল হক মুকুল, এডভোকেট আয়াছুর রহমান, আবদুল খালেক, এডভোকেট তাপস রক্ষিত, খালিদ মাহমুদ চৌধুরী, আলহাজ্ব মকছুদ মিয়া, হেলাল উদ্দিন কবির, এম.এম মঞ্জুর, আবু তাহের আজাদ, আবুহেনা মোস্তফা কামাল, মিজানুর রহমান, হামিদুল হক চৌধুরী, নজিবুল ইসলাম, উজ্জ্বল কর, হামিদা তাহের, আয়েশা সিরাজ প্রমূখ।