cbn  

প্রেস বিজ্ঞপ্তি :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান চট্রগ্রাম কমার্স কলেজ ব্যবস্থাপনা বিভাগ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ২০১৮ সালে অনুষ্ঠিত মাস্টার্স ফাইনাল পরীক্ষায় ফাস্ট ক্লাস অর্জন করেছে পিপাসা দাশ। তার রোল নাম্বার-(৬১৬৮৩২৩) এবং প্রাপ্ত সিজিপিএ ৪ এর মধ্যে-৩.১৬। তিনি ইতঃপূর্বে একই বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সেও সেকেন্ড ক্লাস লাভ করেন। তিনি এসএসসি, এইচএসসিসহ সকল পাবলিক পরীক্ষায় কৃতিত্বের সাথে সফলতা লাভ করেন।তার পিতা অনাথ বন্ধু দাশ একজন বিশিষ্ট ব্যবসায়ী। মা চাতকি দাশ একজন গৃহিনী। ২ ভাই ১ বোনের মধ্যে সবার ছোট। তিনি এ ফলাফলের জন্য সর্ব প্রথম সৃষ্টিকর্তাকে স্বরণ করেন। তার এই সফলতার জন্য তার বাবা-মা,ভাই,বন্ধু-বান্ধবী বিশেষ করে কলেজের বিভাগীয় প্রধান সহ সকল শিক্ষকদের নিকট চিরকৃতজ্ঞ।আলাপ চারিতায় পিপাসা আরো উচ্চতর লেখাপড়া ও গবেষণা করতে ইচ্ছুক বলে জানান। উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এবং সমৃদ্ধ দেশ গড়ার ক্ষেত্রে ভবিষ্যতে যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারেন সে জন্য তিনি সকলের কাছে আশির্বাদ কামনা করেছেন।উল্লেখ্য,পিপাসা দাশ কক্সবাজারের বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল কক্সববাংলা ডটকম এর সম্পাদক ও জাতীয় দ্যা এশিয়ান এইজ পত্রিকার জেলা প্রতিনিধি চঞ্চল দাশগুপ্ত’র সহধর্মীনি।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •