প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সরকারি কলেজে একুশ শতকের শিক্ষার্থীদের জন্য গুনগত ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করণের জন্য আইসিটি বিষয়ক তিনদিন ব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। কলেজের কম্পিউটার ল্যাবে ইতিহাস বিভাগের প্রভাষক নূরুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক রনজিত বিশ^াস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সোম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তথ্য ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। সুতরাং এই শিক্ষা নিয়ে আমাদের ভিশন ২০৪১ বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ছিলেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান মফিদুল আলম ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ কাসেম। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মুহাম্মদ উল্লাহ।