cbn  

সংবাদদাতাঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আতিকুর রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের লালদিঘির পাড়স্থ জাতীয় পার্টির অফিসে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসাইন, জাতীয় ছাত্র সমাজের কক্সবাজার জেলা সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী, জাতীয় ওলামা পার্টির সভাপতি মাওলানা শফিউল আলম জিহাদী, মহিলা পার্টির নেত্রী মনি, জাতীয় পার্টির কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের সভাপতি বাবুল হোসেন কুতুবি, জাতীয় ছাত্রসমাজের কক্সবাজার শহর সভাপতি ফরিদ মিয়া প্রমুখ।
উল্লেখ্য, আজ দুপুরে হিল ডাউন সার্কিট হাউসে প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক আতিকুর রহমানকে ‘লাঙ্গল’ প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •