লোহাগাড়া প্রতিনিধি:
খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে ‘খেলতে চল’ এ স্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের টেন্ডল পাড়াস্হ মরহুম ফরিদ উদ্দিন মেম্বার স্মৃতি সংসদ স্বরণে ১৩মার্চ বিকেলে টেন্ডল পাড়ার পার্শ্বের মাঠ প্রাঙ্গণে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা।

উপজেলা যুবলীগ নেতা মিকরাজ উদ্দিন পিনচু`র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আতাউল করিম আরবি, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা এমএম মামুন,দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুহাম্মদ মোরশেদুল আলম নিবিল,উপজেলা যুবলীগ নেতা মুহাম্মদ ইসমাঈল চৌধুরী,যুবলীগ নেতা মুহাম্মদ হুমায়ুন কবির,মিজবাহ।

প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা বলেন,খেলা মানুষের মনকে আনন্দ দেয় এবং প্রফুল্ল রাখে। এলাকার যুব সমাজ বিভিন্ন ধরণের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত রাখতে হবে। খেলাধুলা মানুষের মেধা বিকাশ ঘটায় বলেও তিনি জানান।