লোহাগাড়া প্রতিনিধি:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য নিরসনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহার ও নির্বাচনের পূর্বে প্রদত্ত অডিও ভয়েস কলের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ৯ মার্চ ২০১৪ সাল থেকে শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেডে বেতন প্রদানের দাবীতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার বিকেলে লোহাগাড়ায় প্রাথমিক সহকারী শিক্ষকদের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

“দাবী মোদের একটাই সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড চাই” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি লোহাগাড়া উপজেলা কমিটি এ মানববন্ধনের আয়োজন করেন।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি লোহাগাড়া উপজেলা কমিটির সভাপতি মাষ্টার আব্দুল জব্বারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম. মিজানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি জহির উদ্দিন, যুগ্ম-সম্পাদক সুমন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক আহমদসহ প্রমূখ।

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে উপস্থিত ছিলেন, তেওয়ারীখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লোহাগাড়া শাখার সভাপতি মো: নুরুল আমিন, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদালয়ের প্রধান শিক্ষক মো; সাহাব উদ্দিন, মধ্য পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোজাহিদুল ইসলাম, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নাছির উদ্দিন ও উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফেরদৌস।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি লোহাগাড়া উপজেলা কমিটির অর্থ সম্পাদক হারুনর রশিদ, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহীন আক্তার, সহ- মহিলা বিষয়ক সম্পাদিকা সজেদা আক্তার ও কার্য নির্বাহী সদস্য বাবুল কান্তি হাজারী, শিক্ষক মুমিনুল হক, মাষ্টার খালেদ হোসেনসহ প্রমূখ।

বক্তারা প্রাথিমিক বিদ্যারয়ের সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেডে বেতন প্রদানের জন্য দাবী জানান।