cbn  

প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষাকেন্দ্র শহীদ তিতুমীর ইনস্টিটিউটের শাখা প্রতিষ্ঠান হযরত ফাতিমাতুজ জুহরা (র.) আদর্শ নূরানী হিফজ মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক সভা আজ (১৪ মার্চ) অনুষ্ঠিত হবে।

এ দ্বীনি মাহফিলে আমন্ত্রিত ওলামায়েকেরামের মধ্যে রয়েছেন, চট্রগ্রাম ওমরগণি এমইএস কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান, মাসিক আত-তাওহীদ সম্পাদক ড. আ. ফ.ম খালিদ হোসেন, চকরিয়া শাহারবিল আনওয়ারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ, কক্সবাজার মাঝেরঘাট জামে মসজিদের খতীব মাওলানা শফিউল হক জিহাদী, শহীদ তিতুমীর ইনস্টিটিউট জামে মসজিদের খতীব মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, বান্দরবান ইসলামী শিক্ষাকেন্দ্র মাওলানা মুহাম্মদ সাঈদ হোসাইন, শহীদ তিতুমীর ইনস্টিটিউট জামে মসজিদের ইমাম মাওলানা আবছার কামাল।
এছাড়াও বরেণ্য ওলামায়েকেরাম তাশরীফ আনবেন।
সভায় এ হিফজ মাদ্রাসা থেকে সদ্য হিফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তারে ফযীলত ( পাগড়ি) প্রদান করা হবে।
বার্ষিক এ দ্বীনি মাহফিলে তৌহিদী জনতাকে শরীক হওয়ার আহবান জানিয়েছেন, প্রতিষ্ঠাতা পরিচালক মাষ্টার মুহাম্মদ শফিকুল হক।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •