শাহিদ মোস্তফা শাহিদ

জীবনের সাথে শিক্ষার সম্পর্ক যেমন নিবিড়। শিক্ষার সাথে সফরের সম্পর্কও তেমনি নিবিড়।তাই সফর শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বাসযোগে ইনানী, হিমছড়ি, কক্সবাজার সৈকতের বিভিন্ন পর্যটন কেন্দ্রের দর্শনীয় স্থান পরিদর্শন করা হয়।দিনব্যাপী এ শিক্ষা সফরে শিশু শিক্ষার্থী ও অভিভাবক ছাড়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিদুয়ানুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় সহকারী প্রধান শিক্ষিকা আয়েশা আক্তার ও সহকারি শিক্ষক জিল্লুর রহমান, শফিউল্লাহ,বোরহান,ইসহাগ,ও রোকসানার তত্ত্বাবধানে দর্শনীয় জায়গায় শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়।পরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তি কোমলমতি শিক্ষার্থীদের সুস্থ ধারার মানসিকতা, সু-শৃংখলতা ইত্যাদি বিভিন্ন বিষয়ের আলোচনা করা হয়।এছাড়াও শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা ছিল কবিতা, গান,কৌতুক ইত্যাদি প্রতিযোগিতা