দৈনন্দিন চলার পথে আমরা তথ্য প্রযুক্তির সাহায্য নিচ্ছি প্রতিনিয়ত। লেনদেন সংক্রান্ত সকল হিসাব নিকাশ যদি একটি ছোট মোবাইল অ্যাপ এ সংরক্ষন করা যায় তাহলে তো আর কথায় নেই। সম্প্রতি Remotearth solutions নামে একটা সফটওয়্যার কোম্পানি Expense Tracker নামে একটি মোবাইল অ্যাপ প্লে স্টোরে অবমুক্ত করেছে। বেটা ভার্শন হিসেবে রিলিজ হওয়া এই অ্যাপ এ আছে, দৈনন্দিন হিসাব নিকাশ বিষয়ক দারুন সব সেবা। প্রথম ভার্শনে সংযোজন করা হয়েছে সহজ সাবলীল ইউজার ইন্টারফেইস যেটি অ্যাপটিকে দিয়েছে অসাধারন ইউজার এক্সপেরিয়েন্স। একজন ব্যবহারকারী তার খরচ ও লেনদেন সমুহ বিভিন্ন ক্যাটাগরীতে অ্যাপ এ জমা রাখতে পারবেন অনায়াসে। ট্রান্সসেকশান এ তালিকা ছাড়াও জমানো টাকা একাউন্ট করে রাখতে পারবেন সহজে, পরবর্তীতে একাউন্ট থেকে নিজের প্রয়োজনে খরচ করা টাকা ট্রাকিং এ রাখতে পারবেন। এই অ্যাপ এর আরেকটি অসাধারন ফিচার হল এটি থেকে ব্যবহারকারী নিজেই সহজে দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক হিসেবে লেনদেন/খরচ করার উপর রিপোর্ট তৈরি করে নিতে পারবেন আর সাথে থাকছে ব্যাকআপ ও শেয়ার সুবিধা। পরবর্তীতে অ্যাপ ডিভাইস থেকে ডিলিট হলেও গেলে ও ব্যবহারকারী অ্যাপটি ইনষ্টল করে ব্যাকআপ থেকে আগের রিপোর্ট পুনরায় অ্যাপ এ লোড করাতে পারবেন। যেটি আপনার হিসাবনিকাশের নিরাপত্তায় সহায়ক হবে। ফেইসবুক ও গুগল একাউন্ট দিয়ে সাইনইন করা ছাড়া ও কোন ব্যবহারকারী গেস্ট ইউজার হিসেবে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। বিশ্বের মোটামোটি সব দেশের ইউজার তাদের নিজস্ব কারেন্সি সেট করে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এছাড়া প্রিমিয়াম ভার্শন হিসেবে ও অ্যাপটি কেনা যাবে। অ্যাপটি ডাউনলোড করুন

এখান থেকে