সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার দর্জি শ্রমিক ইউনিয়ন (রেজিং– ২৯০২) এর সদস্যদের পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

১৩ মার্চ এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর সভাপতি ও বিভাগীয় সদস্য, মানবাধিকার নেতা আমিনুল ইসলাম হাসান।

ইউনিয়নের কর্ষকরি সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সেক্রেটারী বিশিষ্ট সমাজ সেবক এম ইউ বাহাদুর।

এসময় বক্তারা বলেন, আজ থেকে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, যতো দিন দর্জি শ্রমিকদের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠা না হবে, ততোদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবো। দল-মত নির্বিশেষে সরকারি নিতীমাল অনুযায়ী দর্জী শ্রমিকের দাবি- নিয়োগপত্র, ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নিশ্চিত, শ্রমিকদের উপর অত্যাচার নির্যাতন বন্ধ করা।

নেতারা বলেন, দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করতে মাঠে ময়দানে কাজ করছেন শ্রমিক জনতার প্রিয় সংগঠন শ্রমিক কল্যান ফেডারেশন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যান ফেডারেশনের ট্রেড ইউনিয়ন সম্পাদক হামিদ আজম বকুল, ইউনিয়ন সাধারণ সম্পাদক মুহাম্মদ শহিদ উল্লাহ, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, মুহাম্মদ জুয়েল প্রমূখ।