সমৃদ্ধশালী দেশ ও জাতি গঠনে সর্বত্র শিক্ষার আলো জ্বালানোর  বিকল্প নেই : মেয়র মুজিব

সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান বলেছেন,

‘শেখ হাসিনার সরকার শতভাগ শিক্ষাবান্ধব সরকার। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গঠনে শহর ছাড়িয়ে গ্রামের অজোপাড়া গাঁয়েও শিক্ষার বাতিঘর তৈরী করতে আন্তরিকতার সাথে কাজ করছে। প্রবাদ আছে-“যে জাতি যতো বেশি শিক্ষিত, সে জাতি ততো বেশি উন্নত”। তাছাড়া “শিক্ষা জাতির মেরুদন্ড” প্রবাদটিও আগামী দিনের উদীয়মান ছাত্র-ছাত্রীর কাছে খুব গুরুত্ব বহন করে। তাই আসুন, একটি সুখি সমৃদ্ধশালী দেশ ও জাতি গঠনে সর্বত্র শিক্ষার আলো জ¦ালিয়ে দিই। কারন শিক্ষার প্রসার ছাড়া সমাজের অন্ধকার পরিবর্তন করা সম্ভব নয়।’

সোমবার সকালে কক্সবাজার সদরের পিএমখালীর ছনখোলা মডেল হাইস্কুলের তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপনি দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার অছিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মেয়র মুজিবুর রহমান আরো বলেন, আওয়ামী লীগ সরকার মান্দাতার আমলের পুরাতন শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে এক নতুন উদ্যম ও আগ্রহের সৃষ্টি করতে সক্ষম হয়েছে। আজ গরীব দিন মজুরের সন্তানও বিনা মূল্যে বই পেয়ে হাসতে হাসতে স্কুলে যাচ্ছে। এক সময় বই কিনতে গেলে ছাত্র-ছাত্রীদের ১ টাকা, ২ টাকা দিলে খুশি হতো আর এখন প্রতি বছরের শুরুতে নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায় কোমলমতি শিক্ষার্থীরা। মাঠ পর্যায়ের গ্রামে গঞ্জের শিশু কিশোরদের মাঝে যেনো স্কুলে যাবার জন্য এক প্রতিযোগিতার উন্মেষ ঘটেছে।

প্রধান অতিথি স্কুলের সার্বিক কর্মকান্ড ও বাদ্যের তালে তালে শিক্ষার্থীদের ডিসপ্লে দেখে অভিভূত হন। তাঁর বক্তব্যে স্কুলের উন্নয়নের জন্য বিশেষ অনুদান ঘোষণা করেন। ওই সময় শিক্ষার্থীদের খোলামেলা কথা বলে আনন্দ দিয়ে শিক্ষার্থীদের পিকনিকের জন্যও বিশেষ সহযোগিতার ঘোষণা দেন মেয়র মুজিব।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ এ.কে.এম ফজলুল করিম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কায়সারুল হক জুয়েল, পিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলতান মেম্বার, ছনখোলা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক জাকের হোছাইন ও স্থানীয় সমাজসেবক আহসান উল্লাহ।

ছনখোলা মডেল হাইস্কুলের শিক্ষক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক আবদুল্লাহ আল মাহমুদ, আরিফুর রহমান, মাহবুবুল আলম, বেবী তাসনীম সোমাইয়া আক্তার মুন্নি প্রমুখ।