এম. আর মাহবুব , ক্রীড়া প্রতিবেদক :

চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী প্রদত্ত আলহাজ্ব জাফর আলম এম.পি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনালে উঠেছে শিরোপা প্রত্যাশি কোনাখালী খেলোয়াড় সমিতি। গতকাল ১১ মার্চ বিকালে মগবাজার শেখ রাশেল মিনি স্টেডিয়ামে প্রায় হাজার বিশেক দর্শকের উপস্থিতিতে প্রতিদ্বন্ধিতা পূর্ণ সেমিফাইনালে কোনাখালী ২-০ গোলে হারিয়েছে ফেভারিট কক্সবাজার খেলোয়াড় সমিতিকে। কোনাখালীর জয়ের নায়ক ০৯ নং জার্সিধারী উইংগার মতিউর। দ্বিতীয়ার্ধে বি লীগের অভিজ্ঞতাপুষ্ট মতিউরের জোড়া গোলে হার মানে জেলা দল ও ০২ নাইজেরিয়ান নিয়ে গঠিত কক্সবাজার খেলোয়াড় সমিতি। প্রথমার্ধে দুই দলের উপভোগ্য ম্যাচটি ০-০ ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে ৪ জন ঘানা, নাইজেরিয়ান ও জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত কোনাখালী প্রতিপক্ষের চাইতে বেটার ফুটবল খেলে। এসময় কোনাখালী আহত গোল রক্ষক খালেদের হাত ফস্কে যাওয়া কর্ণার কিকের ভুলে প্রথমে লিড নেয়। ২য় গোলটি ডিফেন্ডার ও গোল রক্ষকের ভূল বুঝাবুঝিতে হয়েছে। অথচ প্রথমার্ধে কক্সবাজার খেলোয়াড় সমিতির গোল রক্ষক খালেদ অবিশ্বাস্য দক্ষতায় প্রতিপক্ষের ২/৩টি ভাল সুযোগ নস্যাৎ করে দেয়। ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল কক্সবাজারও। কিন্তু স্ট্রাইকার সৌ¤্রনি ও আরিফদের ব্যর্থতায় ম্যাচে ফিরতে পারেনি। ফলে কোনাখালীর চেয়ারম্যান দিদারের টিমটি পৌছে যায় কাংখিত ফাইনালে। শিরোপা নিশ্চিত করতে আগামী ২২মার্চ আগেই ফাইনাল নিশ্চিত করা চকরিয়ার শেখ জামাল ক্লাবের মুখোমুখি হবে কোনাখালী খেলোয়াড় সমিতি। এদিকে গতকালের সেমিফাইনালে দু’দলে ৬ জন আফ্রিকান ফুটবলার ও ৩ জন জাতীয় দলের ফুটবলার অংশ নেয়।