ইমাম খাইর, সিবিএনঃ
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সাথে কক্সবাজার জেলা প্রশাসনের বৈঠকে রোহিঙ্গাদের কারণে স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগণের স্বার্থ সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে।
এছাড়াও রোহিঙ্গা ইস্যুতে সকল সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয়, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন দুর্যোগপ্রবণ সময়ের প্রস্তুতি ইত্যাদি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
কক্সবাজার জেলা প্রশাসনকে নিয়ে দ্বিপাক্ষিক ওই বৈঠকটি ১০ মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কক্সবাজার পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়। তিনিও প্রশাসনের আতিথেয়তায় মুগ্ধ হন।
রাষ্ট্রদূত আর্ল রবার্টের সাথে এই প্রথমবারের মতো জেলা প্রশাসনের একান্ত বৈঠকে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।