মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান টেকপাড়া সোসাইটিকে একটি আদর্শ ও অনুকরণীয় সামাজিক সংগঠন হিসাবে উল্লেখ করে বলেছেন-সমাজের উন্নয়ন ও নৈতিকতা সমৃদ্ধ পরিশুদ্ধ সমাজ গঠনে ব্যাপক অবদান রাখছে। যা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। মেয়র বলেন-বৃহত্তর টেকপাড়া এলাকা কক্সবাজারের একটি বুনিয়াদী ও আদর্শ এলাকা। টেকপাড়া সোসাইটির উদ্যোগে এখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ সৃজনশীল ও গঠনমূলক সকল কাজে কক্সবাজার পৌরসভা থেকে তিনি সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। শনিবার ৯ ফেব্রুয়ারি কক্সবাজার শহরের মাঝেরঘাট ব্রীজের ওপারে বাঁকখালী নদীর দক্ষিণ পাড়ে আল্লাওয়ালা এগ্রোফার্মে অনুষ্ঠিত টেকপাড়া সোসাইটির বার্ষিক মিলনমেলায় প্রধান অতিথি বক্তব্যে মেয়র মুজিবুর রহমান এ আশ্বাস দেন। মিলনমেলার বিশেষ অতিথি ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল তাঁর বক্তব্যে বৃহত্তর টেকপাড়ার রাস্তা, বিভিন্ন অলিগলি সহ সার্বিক উন্নয়নে অগ্রাধিকার দেবেন বলে প্রতিশ্রুতি দেন। মিলন মেলায় বিশেষ অতিথি ছিলেন-জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাসান মেহেদী রহমান।
মিলন মেলায় টেকপাড়া সোসাইটির প্রধান উপদেষ্টা, জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আবদুল খালেক ও সভাপতি ব্যাংকার মোহাম্মদ জাহেদ উল্লাহ্ স্বাগত বক্তব্য রাখেন। সোসাইটির সহ সভাপতি সাইফুল কবির রনি’র সন্ঞ্চালনায় সাধারণ সম্পাদক শেখ আশিকুজ্জামান আশিক তার বক্তব্যে সোসাইটি ও বৃহত্তর টেকপাড়াবাসীর বিভিন্ন প্রাণের দাবি দাওয়া তুলে ধরেন। মিলনমেলায় বিশেষ অথিতি হাসান মেহেদী রহমান সোসাইটি ও বৃহত্তর টেপাড়ার উন্নয়নে সাধ্যমতো তার সহযোগিতার আশ্বাস দেন। মিলনমেলায় প্রধান অথিতি মেয়র মুজিবুর রহমানকে পুস্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান-বিশিষ্ট শিক্ষাবিদ ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ছৈয়দ আহামদ। দিনব্যাপী মিলনমেলায় সোসাইটির সদস্যবৃন্দ, এলাকার সর্বস্থরের মানুষ ও বিশিষ্টজনদের কোলাহলময় উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মেগা মিলন মেলায় পরিনত হয়। মিলনমেলায় সুইমিংপুলে জাবেদ উল্লাহ্‌ মিয়া, শাহরিয়ার আমান সামির ও তম্ময়ের নেতৃত্বে নান্দনিক প্রীতি সাঁতারকাটা প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।