সিবিএন ডেস্ক:
ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ১৫৭ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এয়ারলাইন্সের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বোয়িং ৭৩৭-৮০০ ম্যাক্স উড়োজাহাজটি ইথিওপিয়ার স্থানীয় সময় রোববার সকাল ৮টা ৪৪ মিনিটে দুর্ঘটনায় পড়ে।

ফ্লাইট ইটি ৩০২ উড়োজাহাজটি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাচ্ছিল।

উড়োজাহাজটিতে ১৪৯ জন যাত্রী এবং আটজন ক্রু ছিলেন। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণপূর্বে বিশফটু শহরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে এয়ারলাইনটি।

নাম প্রকাশ না করে এয়ারলাইন্সটির এক মুখপাত্র বলেছেন, “সকাল ৮টা ৪৪ মিনিটে এটি ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে।”

এক বিবৃতিতে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইনটি। তবে দুর্ঘটনায় কতোজন নিহত হয়েছেন তা বিস্তারিত জানায়নি তারা।

“ইথিওপিয়ান এয়ারলাইন্সের কর্মীদের দুর্ঘটনাস্থলে পাঠানো হচ্ছে এবং জরুরি সেবা দেওয়ার জন্য যা যা প্রয়োজন সম্ভাব্য সবকিছু করার চেষ্টা করবে তারা,” বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে একটি টুইট করেছেন বলে জানিয়েছে বিবিসি।