সংবাদদাতা:
মুক্তি কক্সবাজার এর গ্রুয়িং টুগেদার প্রকল্পের (জিটি) উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮ মার্চ টেকনাফের সাবরাং নয়াপাড়াস্থ মুক্তির জিটি প্রকল্প অফিস প্রাঙ্গণে নারী দিবসের কর্মসূচির মধ্যে ছিল নারী শিশুদের ফুটবল খেলা, নারীদের ঝুড়িতে বল নিক্ষেপ, কবিতা আবৃত্তি।
প্রতিযোগিতা শেষে নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।
হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল ও আইকেইএ ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তির এডুকেশন প্রকল্পের কো-অর্ডিনেটর দিলীপ ঘোষ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এর ইনক্লোশন অফিসার সোহেল রানা।
‘সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ প্রতিপাদ্যে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবরাং ইউনিয়ন পরিষদের নারী সদস্য খাদিজা বেগম, কাটাবনিয়া-কচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, জিইউকের সুপারভাইজার খালেদা খানম, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নার্গিস আক্তার।
মুক্তির জিটি প্রকল্পের অফিসার মিসবাহ উদ্দিনের পরিচালনায় আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। নারী দিবসের এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন জিটি প্রকল্পের অফিসার শফিউল করিম।