মহেশখালী প্রতিনিধি:

৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ইং  সারা দেশের ন্যায় মহেশখালীতে পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধনের মধ্য দিয়ে নারী দিবসের সূচনা হয়। উ

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত র‍্যালী উত্তর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম, ওসি প্রভাষ চন্দ্র ধর, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি এম আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট আবু তালেব।

মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিনের সভাপতিত্বে ও মহেশখালী কলেজের বাংলা প্রভাষক আশিষ চক্রভর্তির পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধা সালেহ আহমেদ, সমবায় অফিসার মাসুদ কুতুবি, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা সেলিনা আক্তার,মহেশখালী কলেজের অর্নাষ ২য় বর্ষের ছাত্রী অনামিকা শর্মা, মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্রী ইয়াছমিন আক্তার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও ঘবেষনা বিষয়ক সম্পাদক প্রনব কুমার দে, পৌর আওয়ামী লীগের নেত্রী অনিকা আক্তার রুমা সহ মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রী অপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন,  শিক্ষা, সাংস্কৃতিক,  স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে নারীদের ছাড়া উন্নয়ন সম্ভব নয়।