মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার ৮ মার্চ প্রতীক বারদ্দের জন্য নির্ধারিত দিনে উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যন পদে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী একমাত্র প্রার্থী হওয়ায় রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সা.) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বিধি মোতাবেক গণ বিজ্ঞপ্তি জারি করে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষনা করেন। উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে পুরূষ চেয়ারম্যান পদে ভোট গ্রহনের পর নির্বাচিতদের নিয়ে একত্রে গেজেট প্রকাশিত হলেই অধ্যক্ষ হহামিদুল হক চৌধুরী সরকারিভাবে নির্বাচিত বলে গণ্য হবেন। বিষয়টি রিটার্নিং অফিসার কার্যালয়ের স্টাফ অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা সিবিএন-কে নিশ্চিত করেছেন। প্রসংগত-উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী অপরজন তিনজন যথাক্রমে মাহমুদুল হক চৌধুরী, এস.এম ইমরুল কায়েস চৌধুরী ও আবুল মনছুর চৌধুরী তাদের নিজ নিজ মনোনয়নপত্র গত ৬ মার্চ প্রত্যাহার করায় উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী একমাত্র প্রার্থী হয়ে যান। উখিয়া উপজেলা পরিষদের বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হওয়া আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হামিদুল হক চৌধুরী উখিয়া বঙ্গমাতা ফজিলুতুন্নেছা মুজিব সরকারী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, উখিয়া উপজেলা আওয়ামীলীগ সদ্য পদত্যাগী সভাপতি, রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের সভাপতি, উখিয়া জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি। উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী বুনিয়াদী পরিবারের সন্তান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম চৌধুরী ঠান্ডা মিয়ার ছোট ভাই, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহীন আক্তার, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির চৌধুরীর চাচা। অমায়িক, স্বজ্জন, সদালাপী অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর সহধর্মিনী উখিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী এবং তিনি কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি’র চাচা শ্বশুর। প্রসংগত-উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নেছা বেবীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে শুধুমাত্র পুরূষ ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহন করা হবে।