প্রেস বিজ্ঞপ্তি:

মুমিনেরা হচ্ছে আল্লাহতায়লার কর্মী, রাজনৈতিক দলের নেতার আনুগত্যের মতো করে আল্লাহ’র ডাকে আল্লাহ’র সংগঠনের কর্মীদের আনুগত্য ও বড়ত্ব প্রকাশ করতে হবে। এই আনুগত্য প্রকাশের সর্বকালের সর্বোত্তম মাধ্যম হলো হজরত মুহাম্মদ মোস্তফা (স.) এর আদর্শ। রাসুল (স.) একমাত্র এই আদর্শ জীবনের সর্বস্তরে পালনের মাধ্যমে দেশ, সমাজ, পরিবার সহ দুনিয়ার সর্বক্ষেত্রে শান্তি ও পরকালে মুক্তি আসতে পারে। এজন্য আল্লাহর দেয়া সংবিধান হলো মহাগ্রন্থ আল কোরআন। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার এ কালজয়ী আদর্শ ও সংবিধানের কোন বিকল্প নেই। কক্সবাজার পৌসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছরা এবিসিঘোনা এ-ব্লক সমাজ কমিটির উদ্যোগে এবিসি ঘোনা মসজিদে বায়তুল্লাহ কমপ্লেক্স মাঠে বৃহস্পতিবার ৭ ফেব্রুয়ারি রাত্রে কমিটির সভাপতি মোহাম্মদ করিম উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার বয়ানে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, মোহনা ও বিজয় টিভি’র ইসলামি অনুষ্ঠানের প্রধান আলোচক হাফেজ মাওলানা ক্বারী ইমরানুল হক শামীম একথা বলেন। মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী। মাহফিলে দোয়া চেয়ে শুভেচ্ছা বক্তব্য দেন-সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোরশেদ হোসাইন তামিম। মাহফিলে সমাজ কমিটির সিনিয়র সহ সভাপতি সেলিম ওয়াজেদ, সাধারণ সম্পাদক মনসুর আলম, অর্থ সম্পাদক শাহেদুর রহমান রাসেল, সহ সভাপতি রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাফর আলম, সি: সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ ফারুক হেসাইন, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল করিম, আইন বিষয়ক সম্পাদক মুরাদুল আলম ফয়সাল, সমাজকল্যাণ সম্পাদক নুরুল আবছার খোকন, হামিদ হোসেন, ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ আহমেদ বাবু, জালাল আহামদ, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মাহফিলে প্রচুর লক সমাগম ঘটে।