প্রেস বিজ্ঞপ্তি
দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত থেকে অবশেষে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চিরতরে চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ, কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির সাবেক সভাপতি মরহুম মাওলানা মুহাম্মদ হানিফ রহ. এর মেঝ ছেলে, ইসলামী ছাত্রসমাজের সাবেক দায়িত্বশীল, কাউয়ারখোপ মনিরঝিল মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা মাহবুব ছিদ্দিক। তিনি গতকাল ৬ মার্চ সন্ধ্যা ৭ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ৭ মার্চ ( বৃহস্পতিবার) নিজ গ্রাম রামু উখিয়ারঘোনা টিলাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে তরুণ এ আলেমেদ্বীনের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাযায় ইমামতি করেন, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা হাফেজ আব্দুল হক। জানাযার পূর্বে মরহুমের পরিবারের পক্ষে সংক্ষিপ্ত আলোচনা করেন, মরহুমের ফুফাতো ভাই মাওলানা আসআদ উল্লাহ। নামাজে জানাযা শেষে মরহুমকে দাফন করা হয়।
মরহুমের রুহের মাগফিরাতের দু’আ কামনা করেছেন, বড় ভাই আবু বকর ছিদ্দিক, ছোট ভাই মাওলানা ওমর ছিদ্দিক, মাওলানা জুবাইর ছিদ্দিক।
এদিকে তরুণ আলিম মাওলানা মাহবুব ছিদ্দিকের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সভাপতি মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম ফারুকী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরিদুল হক, কক্সবাজার শহর সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ জায়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, কক্সবাজার শহর আহবায়ক সাইফুর রহমান মাহদী, রামু উপজেলা সভাপতি হাফেজ মোরশেদ ফয়েজ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম প্রমুখ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা মাহবুব ছিদ্দিক ছিলেন একজন একনিষ্ঠ শিক্ষক। দীর্ঘদিন যাবৎ তিনি নিষ্ঠার সাথে দ্বীনি শিক্ষা বিস্তারের মহান খেদমত আঞ্জাম দিয়ে এসেছেন। তাঁর ইন্তেকালে জেলাবাসী একজন দ্বীনের একজন দাঈকে হারালো। আমরা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবার- পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই।