রেজাউল করিম রেজা:
কক্সবাজার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড । এখানে প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষের বসবাস । এখানে আছে বেশ কয়েকটি স্কুল ও মাদ্রাসা । এখানকার মানুষ এখনো আধুনিকতার ছোঁয়া পায়নি। রামু উপজেলার, কক্সবাজার -৩ সংসদীয় আসনের অধীনে। বতর্মান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সুবাতাস পুরো দেশে বয়ে গেলেও অনেকটাই বঞ্চিত এই এলাকার লোকজন। পিছিয়ে থাকার অনেক কারণের মধ্যে একটি হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ এই এলাকার মানুষের প্রাণের দাবি। কিন্তু এই দাবি আজও বাস্তবায়ন হয়নি। নির্বাচনের পুর্বে অনেক প্রতিনিধি গ্রামবাসী কে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদ্যুৎ বাস্তবায়ন করবে বলে, কিন্তু তা এখনো হয়নি।

শহরে কলেজ পড়ুয়া এক ছাত্র জানায় , শহর থেকে যখন গ্রামের বাড়ি যাই, তখন বুঝি বিদ্যুৎ কতটা প্রয়োজন মানুষের জীবনে। বিদ্যুৎ ছাড়া বর্তমান জীবন কল্পনাহীন। জ্ঞান-বিজ্ঞানের এই যুগে বিদ্যুতের চাহিদা এই এলাকার মানুষের জন্য অনস্বীকার্য হয়ে দাঁড়িয়েছে । যখন টিভিতে দেখি, পত্রিকায় পড়ি, উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে পুরো বাংলাদেশ, তখনই খুবই খারাপ লাগে । কারণ, আমার গ্রাম এখনো উন্নয়নের ধারা থেকে পিছিয়ে।

গ্রামবাসীর চাওয়া ১নং ওয়ার্ড যেন বিদ্যুৎ এর আলোই আলোকিত হয়।