আবুল কালাম, চট্টগ্রাম:
চট্টগ্রামে মাসব্যাপী ২৭ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা  (সিআইটিএফ) নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে  বুধবার থেকে শুরু হচ্ছে।  প্রথমবারের মতো এবারের মেলায় দর্শনার্থীর টিকিটের মূল্য নির্ধারণ করা  হয়েছে ১২ টাকা বলে জানিয়েছেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
তিনি বলেন, কলাপাতা থেকে কীভাবে ফাইবার উৎপন্ন করা হবে সেটি দর্শনার্থীদের দেখানো হবে এবারের মেলায়।
সোমবার (৫ মার্চ) দুপুর ১২ টার দিকে আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বঙ্গবন্ধু মিলনায়তনে  সংবাদ সম্মেলনে বাণিজ্য মেলা সম্পর্কে এসব বলেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, বিগত ২৬ বছর ধরে দেশীয় শিল্পের প্রসার ও মানোন্নয়নে চট্টগ্রাম  চেম্বার এ আয়োজন করে আসছে। বাংলাদেশের অর্থনীতির ইঞ্জিন বলে খ্যাত এসএমই খাতে বিকাশের লক্ষ্যেই মূলত এ মেলা আয়োজন। দেশে বেসরকারি খাতে এটি সর্ববৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলা উল্লেখ করে তিনি বলেন, এ মেলা ব্যবসা-বাণিজ্য প্রসারের পাশাপাশি চট্টগ্রাম নগরবাসীও বিনোদনেরও সুযোগ পাচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মেলা কমিটির চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম। তিনি বলেন, চার লাখ বর্গফুটের অধিক জায়গাজুড়ে অনুষ্ঠিতব্য মেলায় এবার ২২টি প্রিমিয়ার গোল্ড প্যাভিলিয়ন, ৩টি মেগা প্যাভিলিয়ন, ২টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৬টি স্ট্যান্ডার্ড প্যাভিলিয়ন, ১৮০টি প্রিমিয়ার মেগা স্টল , ২২টি মেগা স্টল, ১০টি প্রিমিয়ার গোল্ড স্টল, ১৪টি স্ট্যান্ডার্ড স্টল, ২টি রেস্টুরেন্টসহ মোট ৩৮টি প্যাভিলিয়ন বসবে। তিনটি আলাদা জোনে বিভক্ত হয়ে মোট ৪৫০টি’রও অধিক প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলবে।
তিনি জানান, অন্যান্য বছরের মতো থাইল্যান্ড মেলার পার্টনার কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে। থাইল্যান্ড ৪ হাজার ৫০০ বর্গফুট জায়গা নিয়ে মেলায় অংশ নেবে। এছাড়া ভারত, থাইল্যান্ড, কোরিয়ান ইরানসহ বেশ কয়েকটি দেশ মেলায় অংশ নিচ্ছে।
বুধবার বিকেল ৩টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। উপস্থিত থাকবেন সাংসদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমএ লতিফ এমপি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মেলা কমিটির কো চেয়ারম্যান জামাল আহমেদ, চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, নুরুল আবছার চৌধুরীসহ আরও অনেকে।