মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী বৃহত্তর উত্তরপাড়া ইসলামী যুব সংসদ কর্তৃক সম্বর্ধিত হলেন-বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ চট্টগ্রাম ওমরগনি এম.এইচ কলেজের সদ্য অবসরপ্রাপ্ত ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যান, বরণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. আ.ফ.ম খালিদ হোসাইন। ৪ মার্চ সোমবার রাত্রে আয়োজিত ২ দিনব্যাপী তাফসীর মাহফিলের শুরুতে সংসদের কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক দিয়ে এই গুনী শিক্ষাবিদ ও গবেষককে সম্বর্ধিত করেন।এসময় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাসান মুরাদ আনাস, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের মেম্বার মাস্টার মোস্তফা কামাল, মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ। মাস্টার জহিরুল হক লোটাস এর সন্ঞ্চালনায় অনুষ্ঠিত সম্বর্ধনার জবাবে ড.আ.ফ.ম খালিদ হোসাইন বলেন-যেখানে গুনীজনদের কদর করা হয়, সেখানে মানুষ সৎ ও কল্যাণমুখী কাজ করতে উৎসাহিত হয়। তিনি বলেন-কক্সবাজার জেলার আদর্শ ও সমৃদ্ধ একটি এলাকা হচ্ছে চৌফলদন্ডী। এখানেই খান বাহাদুর, সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান সহ অনেক আলেম ওলামা, জ্ঞানী-গুনীর জম্ম হয়েছে। সেই সমৃদ্ধ এলাকার মহৎ মানুষগুলো তাঁকে সম্বর্ধিত করে কৃতার্থ করেছে। সম্বর্ধনা শেষে তাফসীর মাহফিলে ড. আ.ফ.ম খালিদ হোসাইন প্রধান বক্তা হিসাবে তাফসীর করেন।
তাফসির শেষে দেশের সমৃদ্ধি ও সর্বস্থরের মানুষের কল্যাণ কামনা করে তিনি মুনাজাত করেন। সম্বর্ধনা ও তাফসির মাহফিলে প্রচুর লোকজনের সমাগম ঘটে।