হাফিজুল ইসলাম চৌধুরী : 
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তে- উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচন অবাধ ও নিরেপক্ষ করার জন্য সোমবার (৪ মার্চ) দিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার ২৫টি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ২৫ জন প্রিসাইডিং, ১০২ জন সহকারী প্রিসাইডিং ও ২০৪ জন পোলিং কর্মকর্তাকে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসাবে বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) দাউদুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন মজুমদার, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি ও থানার ওসি মো.আনোয়ার হোসেন বক্তব্য দেন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাৎ হোসেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ, লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা নব বিন্দু নারায়ন চাকমা ও রুমা উপজেলা নির্বাচন কর্মকর্তা তরুণ বিকাশ চাকমা।