নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :

পেকুয়ায় স্বামী স্ত্রীর দাম্পত্য কলহের জেরে দুই পরিবারের লোকজনের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছে।

শনিবার (২মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের উত্তর সুন্দরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতরা হলেন, একই এলাকার সালাহ উদ্দিন, তার পিতা নুরুল আলম, মা রুজিনা বেগম, সালাহ উদ্দিনের স্ত্রী খালেছা বেগম, তার পিতা ছৈয়দ নূর, মা মনজুরা বেগম ও ভাই মো. এহেছান। তাদের প্রায় সবার শরীরে লাঠিসোঁটা ও দা কিরিচের আঘাত রয়েছে।

স্থানীয়রা জানান, স্বামী সালাহ উদ্দিন ও স্ত্রী খালেছা বেগমের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ ঘটনায় শনিবার মেয়ের পক্ষের লোকজন তার বাড়ীতে গিয়ে শাসিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে সালাহ উদ্দিন তার স্ত্রীকে বকাবকি করে। পরে স্ত্রী খালেছা বেগম তার বাপের বাড়ীর লোকজনকে খবর দিলে রাত ১১টার দিকে তার স্বজনরা এসে সালাহ উদ্দিনের সাথে তর্কাতর্কিতে জড়ায়। এসময় একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

এব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।