মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রোববার ৩ মার্চ আরো দু’জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন-সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর প্রকাশ ভিপি বাহদুর এবং ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাওলানা মোকতার আহামদের পুত্র আবদুল্লাহ আল মোর্শেদ প্রকাশ তারেক বিন মোকতার।
এনিয়ে কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের পূণ:তফশীল ঘোষনার পর চেয়ারম্যান পদে আগ্রহী মোট ১০ জন হেভিওয়েট প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। পূণ:তফশীলে এর আগে চেয়ারম্যান পদে যাঁরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হচ্ছেন- কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ জয়, কক্সবাজার পৌরসভার চারবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম এবং কক্সবাজার জেলা পরিষদের সদস্য, সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান এ.জেড. এম শাহজাহান চৌধুরী লুতু মিয়ার পুত্র সোহেল জাহান চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা জাতীয় পার্টির নেতা অধ্যাপক আতিকুর রহমান এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ। তাছাড়া পূর্বের তফশীলের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম এ.কে.এম মোজাম্মেল হকের কনিষ্ঠ পুত্র, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কায়সারুল হক জুয়েল এবং ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি গ্রামের আলী আকবরের পুত্র সেলিম আকবর প্রথম তফশীলে ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল করেছেন। পূণ: তফশীল অনুযায়ী আগামী ৪ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ৬ মার্চ বাছাই, ১৩ মার্চ প্রত্যাহার, ১৪ চুড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ ও ৩১ মার্চ ভোট গ্রহন করা হবে। কক্সবাজার সদর উপজেলায় ইভিএম-এ ভোট গ্রহন করার কথা ইসি থেকে আগেই সিদ্ধান্ত দেয়া আছে।