মোহাম্মদ হোসেন, হাটহাজারী:

হাটহাজারী উপজেলাধীন সরকারহাটে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সরকারী কোটি কোটি টাকার সম্পক্তি উদ্ধার করেছে প্রশাসন।

রোববার (৩ মার্চ) সকাল সোয়া ৯টায় হাটহাজারী উপজেলা নির্বাহী রুহুল আমিন এর নেতৃত্ব উচ্ছেদ অভিযান শুরু হয়।   দীর্ঘ বহু বছর ধরে বাজারের সরকারী  জায়গায়  দোকানপাট নির্মান করে ব্যবসা পরিচালনা করে আসছিল প্রভাবশালীরা।

অভিযোগ রয়েছে উচ্ছেদ কৃত দোকান গুলো রক্ষা করার জন্য স্থানীয় কিছু সিন্ডিকেট নানা অজুহাতে পায়দা লুটে আসছিল।  এ সব স্থাপনা প্রতি বছর উচ্ছেদ কথা থাকলেও পরে তা ঝিমিয়ে পড়ে নানা কারনে উচ্ছেদ এ ব্যর্থ হয় প্রশাসন ।  অভিযানে ২টি এস্কেভেটর নিয়ে ৫০ জন শ্রমিক কাজ করছেন।

জানা যায়, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরুর আগে দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিল নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নেওয়ার জন্য। নির্ধারিত সময় শেষে এ অভিযান পরিচালিত হয়েছে।  প্রায় অর্ধশতাধিক পাকা স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এছাড়া পুলিশ, ফায়ার সার্ভিস, ইউপি চেয়ারম্যান, সদস্যসহ স্থানীয় লোকজন অভিযানে সহায়তা করছেন।