ইমরান হোসাইন, পেকুয়া:
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ জাফর আলম বলেছেন, নৌকা স্বাধীনতার প্রতিক। বঙ্গবন্ধু-শেখ হাসিনার প্রতিক নৌকা। এই নৌকার বিরোধীতাকারী যেই হোন না কেন ছাড় দেয়া হবে না। নৌকা প্রতিকের বিরোধিতাকারী কখনও খাঁটি আওয়ামীলীগার হতে পারে না। তাঁরা খন্দকার মোস্তাকের প্রেতেত্মা। এই খন্দকার মোস্তাকদের কঠোর শাস্তি ভোগ করতে হবে।

শনিবার সকালে পেকুয়া ঋণদান কমিউনিটি সেন্টারে পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কাশেমকে বিজয়ী করতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতিনিধি সভায় সাংসদ জাফর আলম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। এ প্রতিনিধি সভায় তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীরা নৌকার প্রার্থী আবুল কাশেমকে জয়ী করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

পেকুয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শানেওয়াজ চৌধুরী বিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা কামাল হোসেন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কাশেম, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল ইসলাম, টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাদেুল ইসলাম চৌধুরী, উজানটিয়া ইউপি চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী, রাজাখালী ইউপি চেয়ারম্যান ছৈয়দ নূর, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল, উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল করিম, মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান খাইরুল এনাম, সাধারণ সম্পাদক রশিদ আহমদ, রাজাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম আজাদ, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম খান, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রিদুয়ান নাদেরী, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কাজিউল ইনচান, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক, সহসভাপতি জিয়াবুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন রাজাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বিএসসি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বশির আলম, খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বশির আহমদ, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী উম্মে কুলসুম মিনু ও হাছিনা বেগম, ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহের আলী, শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোছাইন,

সভায় সাংসদ জাফর আলম বলেন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না। মানুষের ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরতে হবে। নৌকায় ভোট দিলে এ পেকুয়ার উন্নয়নের চেহেরা পাল্টে যাবে। সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত পেকুয়া উপহার দেওয়া হবে।