অনলাইন ডেস্ক : জম্মু কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে সময় বিদ্রোহীদের গুলিতে আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ২ সদস্য এবং সাধারণ পুলিশের ২ সদস্য নিহত হয়েছেন।

আজ শুক্রবার বিকালে কাশ্মিরের কুপওয়ারা জেলায় এ ঘটনা ঘটে।

এডিটিভি জানাচ্ছে, একটি বাড়িতে অভিযান চালিয়ে বাড়িটিকে প্রায় ধ্বংসস্তুপে পরিণত করে নিরাপত্তাকর্মীরা। তাদের মধ্যে একজন বিদ্রোহী পড়েছিলো; যাকে নিরাপত্তাকর্মীরা নিহত বলে মনে করেছিল। কিন্তু হঠাৎ করে ধ্বংস্তুপ থেকে দাঁড়িয়ে এলোপাতাড়ি গুলি করলে ঘটনাস্থলেই ২ সেনা ও ২ পুলিশ সদস্য নিহত হন।

ওই অভিযানে ২ জন বিদ্রোহীও নিহত হয়েছেন বলে ভারতীয় মিডিয়া জানিয়েছে।

তবে টাইমস অব ইন্ডিয়া এবং বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, আকস্মিক গুলিতে এক সেনা নিহত এবং অন্য তিনজন আহত হয়েছেন।