মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেছেন- একজন নাগরিক শুধুমাত্র ভোটার হলেই তার নাগরিকত্বের স্থায়ী ডকুমেন্ট সৃষ্টি হয়। এই ডকুমেন্টই নাগরিকের জন্য একটা বড় সম্পদ। তাই ভোটার হতে পর্যাপ্ত বয়স হওয়ার পরও যেসব নাগরিক এখনো ভোটার হননি, সেসব নাগরিককে ভোটার হয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসক আহাবান জানান। আর যারা পরবর্তীতে যাদের ভোটার হওয়ার বয়স হবে তারা সময়মতো ভোটার হয়ে নেওয়া একজন দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। “ভোটার হব, ভোট দিব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার ১ মার্চ, প্রথমবারের মতো দেশ ব্যাপী পালিত হচ্ছে ‘জাতীয় ভোটার দিবস’। এ উপলক্ষ্যে কক্সবাজার জেলায় আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন উপরোক্ত আহবান জানান। আলোচনা সভায় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহামদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সা:) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা সহ প্রশাসন ও নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তার আগে বর্ণাঢ্য র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।